
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘মানবতার সেবায় সব সময়’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় টিসিএল এগ্রো এন্ড তানভির কনস্ট্রাকশনের কর্ণধার তানভির আহম্মেদ সানু মোল্লার নিজস্ব অর্থায়নে চার হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানাঘাটা ৮নং ওয়ার্ডের ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও দোহার উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সুতারপাড়া ইউনিয়ন পরিষদেও সাঊেশ চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসনাত, পৌরসভা ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহিদ বেপারীসহ আরও অনেকে।