
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টিসিএল এগ্রো এন্ড ফার্মের সত্ত্বাধিকারী ও ঢাকা জেলা যুবদলের সাবেক আহবায়ক তানভির আহমেদ সানু মোল্লার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী খন্দকার আবু আশফাক।
এসময় খন্দকার আবু আশফাক বলেন, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ, দেশপ্রেম আমাদের মাঝে রেখে গেছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি বেগম জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
এসএম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস ও দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহীন মাহমুদ সহ আরো অনেকে।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।