দোহার পৌরসভার গণভোট – ২৬ এর ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা – DN TIMES24/7
প্রকাশিত:
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
৩২
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে দোহার পৌরসভায় প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০.৩০ ঘটিকায় দোহার পৌরসভা এলাকায় আয়োজিত এ প্রচারণায় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার প্রশাসক মো. মাঈদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রবিউল ইসলাম,পৌর প্রকৌশলী এম. এম. মামুনুর রশীদ, পৌরসভার সচিব মো. কামাল হোসেন, সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষক মো. লুতফর রহমান আকনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রচারণায় জানানো হয়, প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া হলে দেশের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে রয়েছে—তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ ভূমিকা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, বিরোধী দলের হাতে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করা।
এছাড়াও সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতায় সীমাবদ্ধতা, রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পার্লামেন্টে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, “পরিবর্তনের চাবিকাঠি এবার জনগণের হাতেই।”
উল্লেখ্য, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে প্রস্তাবিত সব সংস্কার কার্যকর হবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না—এমন বার্তাই প্রচারণায় তুলে ধরা হয়।