
দোহার (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহারের খালপাড় এলাকায় ইজিবাইক চালক নূরআলম (৩৪) নামে এক যুবককে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে একই এলাকার আজাদ মাাঝর বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী নুরআলম জানান, তার ভাগিনার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় একই এলাকার আজাদ মাঝি। শনিবার রাতে আজাদের টংঘরে মোবাইল ফেরৎ আনতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আজাদ মাঝি তার হাত পা বেধে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পাশের রাস্তায় এসে জ্ঞান হারায় নুর আলম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
এদিকে নূর আলমের আজ্ঞান হয়ে পরে থাকার ভিডিও ঐদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
এবিষয়ে অভিযুক্ত আজাদ মাঝি বলেন, নুরআলমের ভাগিনা নেশা বিক্রি করে তাই তাকে ধরে মোবাইল রেখে দেয়া হয়েছে। এর বেশি কিছু জানতে হলে পুলিশ নিয়ে এসে আমার সাথে যোগাযোগ করেন।
ঘটনার বিষয়ে তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই হুমায়ন কবির জানান, এবিষয়ে দোহার থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।