দোহার (ঢাকা) প্রতিনিধি. বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দোহার পৌরসভা বিএনপির আয়োজনে জয়পাড়া বড়মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মোল্লার সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ আজাদ চয়ন। প্রধান বক্তা ছিলেন দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন উদ্দিন খান মাসুম। আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করে ধানের শীষ প্রতিক নিয়ে যিনি সংসদ সদস্য নির্বাচনে আসবেন তার পক্ষে কাজ করে যাওয়ার াঙ্গিকার করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক তালেব কবিরাজ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.রফিক কবিরাজ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান সুজাহার, সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সুমন আহমেদ মোল্লা, যুবদল নেতা গিয়াস খান, বদুরুদ্দিন বদু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠেণের অন্যান্য নেতা কর্মীরা।