
দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুলছরি এলাকায় চাল পড়া দিয়ে চুরির অভিযোগে শেখ মুজিবুর নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার চায়না দুয়ারি ব্যাবসায়ী রুহুল মোল্লার বিরুদ্ধে। এনিয়ে ভূক্তভোগী মুুজিবুর রহমান বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রুহুল আমিন বৃদ্ধ শেখ মুজিবুরকে মোবাইলে ফোন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে চাল পড়া খাওয়ান। পরে তাকে কোন প্রমান ছাড়া চোর বলে অভিযুক্ত করেন। এসময় মুজিবুর চুরির বিষয়ে অস্বিকার করলে তাকে মারধর করেন।
ভূক্তভোগী মুজিবুর বলেন, আমাকে ডেকে নিয়ে চাল পড়া খাওয়ায়। কোন প্রমান ছাড়া আমাকে চোর বানিয়ে প্রথমে ৩ লাখ ও পরে ১৮ লাখ টাকা দাবি করে।
তিনি আরও অভিযোগ করেন, চাল পড়া খাওয়ানোর পরে বলে আমি চোর হলে আখের রস খেলে মুখ দিয়ে রক্ত আসবে, তখন আমাকে আখের রস খাওয়ানো হয় এতে কিছু না হওয়ায় আবারও চোর বলা হয়। এখন আমাকে টাকা দিতে হুমকি প্রদান করা হচ্ছে। আমি এর বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত রুহুল মোল্লা বলেন, আমি চায়না দুয়ারির ব্যবসা করি। ব্যাংক বন্ধ থাকায় শেখ মুজিবুরের কাছে আমি ১৮ লাখ টাকা গচ্ছিত রাখি। এখন তিনি আমার টাকার কথা অস্বিকার করেন। এসময় চাল পড়া খাওয়ানোর বিষয়ে স্বিকার করেন তিনি।
এঘটনায় অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই সাদিক হোসেন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।