নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার দক্ষিণে দোহার উপজেলায় নাগরিকদের জন্য দালাল মুক্ত ভূমিসেবা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অনলাইন মাস্টারের স্বত্তাধিকারী সাংবাদিক শেখ সোহানকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের অনুমোদন প্রদান করেন। যাহার সনদ নং ৫১/২০২৫। এখন আরও সহজলভ্য ও জনবান্ধব সেবা দিতে এবং নিরবচ্ছিন্ন ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে দোহারে চালু হলো প্রথম সরকারি অনুমোদিত ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’।
এখানে ভূমি সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান পেতে পারেন। পাশাপাশি ভূমি কর (খাজনা), নামজারী (খারিজ) এর আবেদনসহ তাদের পর্মশের এই সকল কাজ অতি দূরত্ব করতে পারবেন। কারন এটি সরকারি অনুমোদিত প্রতিষন। সারা দেশে ভূম মন্ত্রানায় ৮০০ ভূমিবেসা সহায়তা কেন্দ্রের অনুমোদন দিয়েয়েছেন।

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসকের অনুমোদনে পরিচালিত এ কেন্দ্র থেকে নাগরিকগণ নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন, খতিয়ান ও জমির নকশা সংগ্রহসহ বিভিন্ন আবেদন অনলাইনে দাখিল করতে পারবেন।
দোহার সার্কেল ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ সাংবাদিক শেখ সোহান আহমেদ বলেন “অনেক নাগরিকই আবেদন করতে পারেন না বা ভোগান্তিতে পড়েন। তাদের হয়রানি রোধে ও স্বল্প খরচে নির্ভরযোগ্য সেবা দিতে এ কেন্দ্র চালু করা হয়েছে। এটি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, এই ধরনের ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী খরচে, দক্ষতার সঙ্গে ভূমি সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলেও জানান এই ইনচার্জ।
এ উদ্যোগ দোহারে ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সন্তুষ্টি বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ উদ্যোগ দোহার ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সন্তুষ্টি বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮