দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও কর্মচারীসহ মোট ১১ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
গত ২৪ আগষ্ট সিভিল সার্জন অফিস, ঢাকা থেকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে এই শোকজ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, আগামী এক দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, চিঠি প্রদানের পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহে বেশ কয়েকদিন অনুপস্থিত থাকেন কয়েকজন ডাক্তার ও কর্মচারী। এছাড়া কর্তব্যরত চিকিৎসক অফিস সময়ে প্রাইভেটে রোগী দেখেন বলেও অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন ইমারজেন্সিতে রোগীদের সামান্য সেলাই বা ড্রেসিং করতে গেলেও দিতে হয় টাকা। একই সময়ে এমন শোকজের বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তবে শোকজপ্রাপ্তদের বিস্তারিত তালিকা বা কারন সম্পর্কে তথ্য দিতে তিনি অপারগতা জানান।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮