নিজস্ব প্রতিবেদকঃ সিএনজি যোগে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত নির্জন এলাকায় সমবেত হয়। এসময় তারা বাহ্রা গ্রামে ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ তাঁদেরকে ধাওয়া করে। এসময় তিনজনকে আটক করলে বাকিরা পালিয়ে যায়। সোমবার ভোর তিনটায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের চকবাহ্রা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও গ্রীলকাটার যন্ত্র উদ্ধা করেছে।
পুলিশ সূত্রে জানায়, রোববার দিবাগত রাতে সোমবার ভোরে একদল সংঘবদ্ধ ডাকাত বাহ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয়রা তাঁদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে জানায়। এসময় বাগমারা বাজার এলাকায় টহলরত পুলিশের একটি দল তাঁদের পিছু নেয়। পুলিশের গাড়ী দেখে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। আটককৃতরা হলো কেরানীগঞ্জের মো. সুজন (৩০), মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শরিফুল ইসলাম(সোহান) এবং নুুরুল ইসলাম(২৫)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তবে পুলিশ ডাকাতদলের সর্দার মনির মহসিনকে আটক করতে পারেনি। আটক ডাকাতদের বরাত দিয়ে পুলিশের দেয়া তথ্যমতে জানা গেছে মনিরের বিরুদ্ধে নবাবগঞ্জ কেরানীগঞ্জ ও সিঙ্গাইরে ১০টির অধিক মামলা রয়েছে। এগুলোর বেশিরভাগই ডাকাতি মামলা।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।