দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার চর কুসুমহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নূর হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে মাহমুদপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোরহাব মৃধার ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে চর কুসুমহাটি এলাকায় তালুকদার জামে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় নিহতরে পরিবার ও স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতালের পরিবেশ।