দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আলোকিত ফোরাম দোহার। শনিবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলার জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তানভির কনস্ট্রাকশন লিমিটেড এর স্পন্সরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আলোকিত ফোরামের উপদেষ্টা ও ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম বেপারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তাই উচ্চ শিক্ষা অর্জন করে এ দেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা রাখতে হবে। খন্দকার আশফাক আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার্থীদের ও শিক্ষার মান উন্নয়নে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার, তানভীর কন্সট্রাকশন লিমিটেড এর কর্ণধার বিশিষ্ঠ সমাজসেবক তানভীর আহমেদ সানু, পিজি হাসপাতালের গ্যাস্টোলিভার বিভাগের গবেষণা সহকারী ডা. কাজী মাহবুবুর রহমান, রবিন টেক্স গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার মাহমুদ মঞ্জুর আলম শামীম, দি নিউ স্কুলের প্রতিষ্ঠাতা ফরিদ হোসেন সহ বিএনপি ও অংঙ্গসংগঠণের নেতাকর্মীবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৫৪ জন জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
জাতীয়তাবাদী আলোকিত ফোরামের আহ্বায়ক শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মো. হেলাল উদ্দিন, সাইফুর রহমান, মশিউর রহমান মাখন ও লিমন হোসেন আজিজ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।