মাকসুমুল মুকিম (দোহার-নবাবগঞ্জ)ঃ ঢাকার দোহারে গুড নেইবার দোহার সিডিপি এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
১২ই আগস্ট, ( মঙ্গলবার) দোহার উপজেলার সেমিনার কক্ষে এ যুব দিবস” পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার। এ ছাড়া গুড নেইবারস দোহার সিডিপির স্টাফ, ভলেন্টিয়ার এবং স্থানীয় বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দোহার সিডিপির প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন। আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন ও তাদের সামনে লক্ষ্য অর্জনের পথ উন্মোচনের বিভিন্ন বিষয়ক তুলে ধরা হয়, যা যুবদের মাঝে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে বলেও অভিমত দেন বক্তারা।