দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ আগস্ট) দুুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন করা হয়েছে। পাশাপাশি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, গত ২ আগস্ট রাতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যন্ত্রাইল ইউনিয়নের সভাপতি সুরুজ মোল্লা মুঠোফোনে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং প্রশাসনের প্রতি আমাদের দাবি, হুমকি প্রদানকারী সুরুজ মোল্লাকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
মানববন্ধনে সাংবাদিকরা আরো বলেন, আমরা সাংবাদিক মানুষের কল্যাণে কাজ করি। আমরা সংবাদ করলে কারো না কারো বিপক্ষে যাবেই। তাই বলে এমন হুমকি প্রদান করা আমরা কিছুতেই মেনে নিব না। কারণ, হুমকি প্রদান করে সাংবাদিকদের কলম থামানো যাবে না।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান তুতি, সহ-সভাপতি সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সুজন, প্রচার সম্পাদক ফজলুর হক, সাবেক সভাপতি সুমন মৃধা, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিদুল হক ডাবলু, আজহারুল হক, সালাউদ্দিন বাচ্চু, সাংবাদিক বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, শামীম আরমান, কাজী জোবায়ের, দোহার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, আলীনুর মিশু, নাজমুল হোসেন অন্তর, ফিরোজ হোসেন, আব্দুর রাহিম, ফয়সাল খান, বাবুসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার সংবাদকর্মীবৃন্দ।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮