দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারের জয়পাড়া বাজারের পাশে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে বাজার কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম ও জয়পাড়া বাজার মসজিদ কমিটির বিরুদ্ধে। বাজারের পাশে হিলশামারি খালের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মারে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
সরেজমিনে, শনিবার দুপুরে জয়পাড়া বাজারের কসাইপট্টির পাশে খালের তীরে গিয়ে একটি দোকান (নির্মানাধীন) তুলছে এমন অবকাঠামো দেখা যায়। উজ্জ্বল নামে বাজারের এক মুরগী ব্যবসায়ী বলেন, কোরবানির ঈদের দিন বাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম দোকান নির্মান সামগ্রী নিয়ে এসে সেখানে দোকান ঘর তুলার কাজ শুরু করেন। এরপর জয়পাড়া বাজার মসজিদ কমিটি খবর পেয়ে তারা এসে ইব্রাহিমের কাজ বন্ধ করে তারা নিজেরাই মসজিদের নামে সেখানে একটি দোকান ঘর তুলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজার কমিটির এক সদস্য বলেন, ইব্রাহিম প্রথমে আমাদেরকে জানায় জমিটি দখলের ব্যাপারে। আমরা তাকে নিরুস্বাহিত করলে সে ঈদের দিন একাই তার লোকজন নিয়ে জমিটি দখলের চেষ্টা করে। এরপর মসজিদ কমিটি বাধা দেয়।
জয়পাড়া বাজার মসজিদ কমিটির সভাপতি মোতালেব মোল্লা জানান, ইব্রাহিম ঈদেন দিন জমিটি দখল করে দোকান ঘর তুলথে যায়। এরপর আমরা বাধা দিয়ে কাজ শুরু করি। এরপর এসিল্যান্ড অফিস থেকে বাধা দেওয়ায় আমরা বর্তমানে কাজ বন্ধ রেখেছি।
এ ব্যাপারে অভিযুক্ত জয়পাড়া বাজারের যুগ্ম সম্পাদক ইব্রাহিম বলেন, আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কখনোই জমি দখল করতে যাইনি।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুম বলেন, সরকারি খালের জমি দখলের এখতিয়ার কারও নেই। ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮