নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে দারিদ্র দূরীকরণ সংস্থা ( দাদুস) এবং বন্ধু কল্ল্যাণ সোসাইটি ৯৩ এসএসসি ব্যাচ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এন্ড হেলথ এওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পদ্মা সরকারি কলেজে চলে এ স্বাস্থসেবা। তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল( অবসরপ্রাপ্ত) প্রফেসর ড. এআরখান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর লিজা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিএমএইচ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কেএম ওমর হাসান, স্বরাষ্ট মন্ত্রনালয়ের উপ- সচিব রুকিয়া পারভীন জুই, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় উপসিচব নাঈমুল আজম খান,
পিজি হাসপাতালের মেডিশিন বিভাগের প্রফেসর ডা: মো: ফেরদৌসুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট এ কে এম আজিজুর রহমান বাবুল শিকদার, এসএমসি এন্টারপ্রাইজ লি: এর সি এফ ও আবুল বশির খান, দারিদ্র দূরীকরণ সংস্থা ( দাদুস) এর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান, বন্ধু কল্ল্যাণ সোসাইটি -৯৩ ব্যাচ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন সহ আরো অনেকে।
এছাড়া দেশ বরেণ্য অনেক চিকিৎসক ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় এক হাজার রুগী বিভিন্ন সমস্যা নিয়ে বিনামূল্য চিকিৎসা সেবা নেন।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮