1. asadmahmudinfo@gmail.com : DN TIMES 24 : DN TIMES 24 DN TIMES 24
  2. sk578394@gmail.com : s m : s m
  3. jlmdsumon@gmail.com : DN TIMES 24/7 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "𝐃𝐍 𝐓𝐈𝐌𝐄𝐒 𝟐𝟒" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
দোহারে ৪ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ – DN TIMES24/7 দোহারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ – DN TIMES24/7 দোহার পৌরসভার গণভোট – ২৬ এর ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা – DN TIMES24/7 গোপালগঞ্জে ভুল সিজারে প্রসূতির মৃত্যু : লাখ টাকা ও চাকুরির আশ্বাসে রফা-দফা – DN TIMES24/7 মানিকগঞ্জে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন – DN TIMES24/7 তারেক রহমানের সাথে সালমা ইসলামের সাক্ষাৎ – DN TIMES24/7 মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি: দুই ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা – DN TIMES24/7 রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ করলো ডিএমপি- DN TIMES24/7 রুমিন, সাইফুল ও হাসান সহ ৯ নেতাকে বহিস্কার করেছে বিএনপি – DN TIMES24/7 খালেদা জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুলের শোক – DN TIMES24

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা-DN TIMES

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মেধাবী শিক্ষার্থী শাকিল আহমেদ (২৪) আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে ফেসবুকে নিজে নাস্তিক নন বলে দাবি করে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে একটি স্ট্যাটাস দেন।

মঙ্গলবার (১০জুন) ভোর রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শাকিল ওই গ্রামের নাসিরুদ্দিন আহমেদ (নুসন) এর ছেলে।

আত্মহত্যার আগে সোমবার (৯ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মর্মস্পর্শী স্ট্যাটাসে তিনি জানান, নিজের সম্মানহানি এবং বাবা-মায়ের লাঞ্ছনা সহ্য করতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।

তার স্ট্যাটাসে ফুটে উঠেছে সমাজের চোখে সম্মান হারানোর তীব্র বেদনা, বাবা-মায়ের প্রতি ভালোবাসা এবং এক বুক হতাশা।

শাকিলের ফেসবুক স্ট্যাটাস (অংশবিশেষ):

“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে, আমি জানি আর আমার আল্লাহ জানে আমি নবী মুহাম্মদকে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করতো, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করতো। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দেবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারবো না। একটা ছেলে হয়ে নিজের বাবা-মায়ের মান সম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না, কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারবো না। আত্মহত্যা মহাপাপ আমি জানি, আমি অনেক পাপ করেছি আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি। ওই কমেন্ট আজ থেকে ৭/৮ মাস আগের, আমি সেটা তখনি ডিলিট করে দিয়েছিলাম। আগামীকাল সকাল আমি আর দেখতে চাই না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার কলেজের বন্ধু আজ আমাকে এভাবে ছোট করে দিলো, এই লজ্জা নিয়ে বেঁচে থাকা যায় না…। আমার ফোনের লক 888888। আমি আমার বাবা-মায়ের চোখের পানি সহ্য করতে পারবো না, তাই মৃত্যুকে বরণ করে নিচ্ছি। টুশি তুই চট্টগ্রামের কাজটা তুই কাউকে নিয়ে শেষ করে দিস। আমার কাছে কিছু মানুষ টাকা পায়, তারা যোগাযোগ করলে তা যেন দিয়ে দেয়া হয়। আমার নিজের বিচার আমি নিজে করে গেলাম, এলাকাবাসী সুখী হোক। আমার চোখ, কিডনি সব দান করে গেলাম এগুলো যেন নিয়ে নেয়া হয়। বিদায়।”

জানা গেছে, শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চিত্রকর হিসেবেও পরিচিত ছিলেন। প্রায় ৭-৮ মাস পূর্বে শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং তাঁর বিবিদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই মন্তব্যটি দীর্ঘদিন অপ্রকাশিত থাকলেও গতকাল সোমবার (৯ জুন) হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে শাকিলের পরিবার ও ব্যক্তিগত জীবনে এর নেতিবাচক প্রভাব পড়ে।

ধারণা করা হচ্ছে, সামাজিক সম্মানহানি এবং আত্মোপলব্ধির তীব্র যন্ত্রণা থেকেই শাকিল এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় নিজ বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, আজ সকালে তাঁর লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই ঘটনা সমাজে ধর্মীয় বিদ্বেষ এবং সামাজিক চাপ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা নতুন করে সামনে এনেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট