মাকসুমুল মুকিমঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফাতেমা ইসলাম নিনিয়া নেতৃত্বে হাজির হয়েছে সাফল্যের নতুন রূপ। গত ৪ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় তিনি তেজগাঁও কলেজের গণিত বিভাগে ৪.০০ পয়েন্ট অর্জন করেছেন, যা বিশাল সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।
যন্ত্রাইল গ্রামের নুরুল ইসলাম ও পাপিয়া ইসলাম দম্পতির জ্যেষ্ঠ কন্যা ফাতেমা ইসলাম নিনিয়া।
নিনিয়া একই কলেজ থেকে অনার্সে গণিতে ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
তিনি নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯৪ পেয়েছিলেন এবং সরকারি
দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন।
ফাতেমার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক শিক্ষিকা, ভাই-বোন এবং বন্ধু-বান্ধব সকলেই গর্বিত ও আনন্দিত।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮