দোহার (ঢাকা) প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্য ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আপনাদের প্রতি এখনো আমাদের আস্থা আছে, দ্রুত নির্বাচন দিন। নির্বাচন না দিয়ে যদি শেখ হাসিনার মতো দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে এই জাতি যেভাবে দেশ থেকে হাসিনাকে বিতারিত করেছে আপনাদেরও সেই অবস্থা হবে। তিনি আরও বলেন, আপনারা যদি নির্বাচন নিয়ে তালবাহানা করেন তাহলে, আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে জণগন।
আশফাক বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই উপদেষ্টা সরকারকে আমরা সহযোগীতা করে আসছি, এখনো করতে চাই। আপনাদের কাজ হচ্ছে নির্বাচন দেয়া, দ্রুত নির্বাচন দিন। না হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নিতে আন্দোলনে নামবে সকল মানুষ। শুক্রবার দোহারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় খন্দকার আবু আশফাক আরো বলেন, আজকে আমরা যার দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি তার জন্ম না হলে স্বাধীনতার ঘোষণা হতো না। এ দেশ কোনদিন স্বাধীনতা পেতো না। তিনি হলেন স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে তার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে বেহেশতের সর্বো”চ মাকাম দান করুক।
শুক্রবার সকালে উপজেলার পালামগঞ্জ বাজারে, জুম্মার নামাজের পর দুবলি বাজার, বানাঘাটা ৮ নং ওয়ার্ড, চান্দের বাজার, সুতারপাড়া ও জয়পাড়া এলকায় দিনব্যাপি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি মেছের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, জাসাস এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার পৌরসভা বিএবপির সভাপতি এসএম আ: কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হারুন আহমেদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম বেপারী, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠণের অন্যান্য নেতা কর্মীরা। দোয়া মাহফিল শেষে দু¯’দের মাঝে খাবার বিতরণ করা হয়।