স্টাফ রিপোর্টারঃ ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার জামালচর এলাকার মো. এনাই এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে পালামগঞ্জের কবরস্থানের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা সোহাগ গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। এদিকে সোহাগের মৃত্যুর খবরে তার পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতালের পরিবেশ।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, কবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮