ঢাকার দোহারে বস্ত্র,জুতা ও কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জয়পাড়া বাজারের ব্যবসায়ি ও বিক্রয় কর্মীরা।
শুক্রবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ী এবং বিক্রয়কর্মীরা বলেন,দেশের বিভিন্ন জেলা উপজেলার নামীদামি মার্কেট সহ স্থানীয় মফস্বলের মার্কেটগুলোতে সাপ্তাহিক বন্ধ থাকে। অথচ দোহারের জয়পাড়া বাজারের মত এমন গুরুত্বপূর্ন মার্কেটে সাপ্তাহিক কোন বন্ধ নেই। এটা অন্যায়, জুলুম বলে আখ্যায়িত করে অনতিবিলম্বে জয়পাড়া বাজারের বস্ত্র,জুতা ও কসমেটিকস্ প্রতিষ্ঠান প্রতি সপ্তাহের শুক্রবার বন্ধ ঘোষনা না করলে এ কর্মসৃচী ভিন্ন এক রুপ নিবে। তাই বাজারের ব্যবসায়ি সমিতির পরিচালনা কমিটিকে অনতিবিলম্বে ব্যবসায়ি ও বিক্রয়কর্মীদের রোবট জীবন থেকে মুক্তি দিতে প্রতি শুক্রবার মার্কেটের তিনিটি পর্যায়ের প্রতিষ্ঠান বন্ধ রাখার জোর দাবি জানান।