দেওয়ান আবুল বাশার,মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনবন্দি নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। বিউটি গোস্বামী তার স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।
রবিবার (৬ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তামান্না ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ এপ্রিল মরদেহ উদ্ধারের পর থেকেই পরিচয় শনাক্তের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় নিহত বিউটি গোস্বামীর বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি (তদন্ত) তামান্না ইসলাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকা থেকে একটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।