ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ শাখার ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য বিক্রিয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।
নজরুল ইসলাম তার বক্তব্যে জানান, দোহার- নবাবগঞ্জ উপজেলায় কয়েকটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা হবে। বর্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। রমজান উপলক্ষে এই ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র মানুষের মাঝে স্বস্তি আনবে।
তিনি আরও বলেন, মেহনতী খেটে খাওয়া দরীদ্র মানুষ অনেকেই টাকার অভাবে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন না, এই ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তারা নিত্যপণ্য কিনতে পারবে। আমাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জানা গেছে, ন্যায্যমূল্যে ৪টি পণ্য ৫৯০ টাকায় পাওয়া যাবে। ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মশুর ডাল, ৩ কেজি আলু র বাজার মূল্য ৭৪০ টাকা। ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রে ১৫০ টাকা কমে মাত্র ৫৯০ টাকায় বিক্রয় করা হচ্ছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলায় একাধিক বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য বিক্রয় চলছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পূর্বাঞ্চল আমির মাওলানা অ্যাডভোকেট ইব্রাহীম খলিল, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী, পশ্চিমাঞ্চল সেক্রেটারি মোস্তাক আহমেদ,
অ্যাসি. সেক্রেটারি মামুনুর রশীদ, লন্ডন প্রবাসী মো. শহীদুল ইসলাম ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।