দোহার প্রতিনিধি : রমজান উপলক্ষে দোহারের দারিদ্রপীড়িত জনগনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলার পক্ষ থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় করা হয়েছে।
দোহার উপজেলার মেঘুলা বাজার থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহ-কারী সেক্রেটারী এ বি এম কামাল হোসাইন । এসময় তিনি বলেন, আমরা দোহারের সন্তান । আমার এলাকার মানুষ কষ্টে থাকবে তা আমরা চাই না। আপাতত আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করছি। ভবিষ্যতে দোহারের মানুষের জন্য বৃহৎ কিছু করার পরিকল্পনা রয়েছে। রমজান উপলক্ষে আমাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, দোহার থানা আমীর মাওলানা মহিউদ্দীন কামাল, নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান , পৌর আমীর এম শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক এম এ সবুজ সহ বিভিন্ন ইউনিয়নের আমীরবৃন্দ।
পরিশেষে নেতৃবৃন্দ জনগনকে আশ্বস্ত করেন তাদের এ কার্যক্রম চলমান থাকবে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮