দোহার (ঢাকা) প্রতিনিধি. প্রায় শত বছরের পুরনো রাস্তা আটকে দেয়াল নির্মাণ করায় চলাচল করতে পারছে না দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকার প্রায় দুই শতাধিক পরিবার। এ ঘটনার প্রতিবাদে সুন্দরীপাড়া এলাকায় শুক্রবার বিকেলে রাস্তাটি অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। তারা দাবি করেন, তাঁদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে নিজ জমিতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন স্থানীয় শাহাবুদ্দিন চিশতি হিরু নামে এক ব্যক্তি। দ্রুত দেয়ালটি অপসারণ করে গ্রামবাসীর যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানান মানববন্ধনকারীরা। এসময় সুন্দরীপাড়া ও শিলাকোঠা এরাকার দুই শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেয়।
এ বিষয়ে জমির মালিক শাহাবুদ্দিন চিশতি হিরু বলেন, রাস্তার একটি অংশ রেখেই দেয়াল করা হয়েছে। পাশের জমি থেকে বাকিটা নিলেই কোনো সমস্যা থাকবে না।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮