নবাবগঞ্জ সংবাদদাতা: ঢাকার নবাবগঞ্জে দূবৃর্ত্তের আগুনে পুড়ে ৩ টি গরু ও ২ টি ছাগল পুড়ে ছাই
হয়ে গেছে। উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুনহাটি গ্রামে শুক্রবার
দিবাগত রাত আড়ইটার দিকে আকবর তালুকদারের বাড়িতে এ দূঘটনা ঘটে৷
ভোক্তভোগীর দাবী এতে প্রায় তার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷
আকবরের স্ত্রী শামসুর নাহার অভিযোগ করে বলেন, খালি বাড়ি পেয়ে ৮ ডিসেম্বর
সকালে বাড়ি থেকে ৪ টি চিনা হাঁস চুরি হয়৷ এঘটনায় প্রতিবেশী স্বপনের
ছেলে আকাশকে হাঁস নিতে দেখে তার ছেলে সজিব ও প্রতিবেশীরা৷ এ নিয়ে
শুক্রবার সকালে প্রতিবাদ করতে যায় সজিব৷ সেখানে সজিবকে মারধর করে পুকুরে
ফেলে দেয় ও পরে জানে মেরে ফেলার হুমকি-ধামকি দেয় আকাশ ও তার সহযোগীরা। পরে
ওই দিনই রাতে গোয়াল ঘরে আগুন দেখতে পায়। গভীর রাতে ডাকচিৎকারে
প্রতিবেশীরা গোয়াল ঘরে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষণে গোয়ালে থাকা
৩টি গরু ও ২টি ছাগল ঘটনাস্থলে পুড়ে মারা যায়৷
ভোক্তভোগী বলেন আগুন দিতে কাউকে দেখেনি৷ তবে সন্দেহ হচ্ছে পূর্ব শত্রুতার
জেরেই এই আগুন দেওয়া হয়েছে৷
ভোক্তভোগী সামছুন নাহার বলেন হাঁস চুরিকে কেন্দ্র করে তার ছেলে সজিব
প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়৷ মারধরের ঘটনায় নবাবগঞ্জ থানায় শুক্রবার দুপুরে
একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ করার পর শুক্রবার রাতেই গোয়াল
ঘরে আগুন দেখতে পায়৷
এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মমিনুর ইসলাম বলেন, ঘটনাটি
জানতে পেরেছি। ভোক্তভোগীকে মামলা করার জন্য বলেছি। জড়িতদের খুঁজে বের করে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা এ কর্মকর্তা৷
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮