নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহারের কার্তিকপুর বাজারে রাতের আধারে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলার মাহমুদপুর ইউনিয়ের মো. আলী নামে এক বাসিন্দার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, কার্তিকপুর বাজারে কংক্রিটের ঢালাই ও উপরে টিনের ছাউনি বর্ধিত করে নির্মাণ করেছেন দোকানঘর।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, যেখানে দোকানঘরের বর্ধিত অংশ তোলা হয়েছে সে জায়গাটি সরকারি। প্রায় একযুগ আগে যৌথবাহিনীর অভিযানে এই জায়গাটি দখলমুক্ত করেছিলো প্রশাসন। এখন পুনরায় রাতের আধারে দখলের চেষ্টা চালায় মো. আলী।
এ বিষয়ে অভিযুক্ত মো. আলী বলেন, আশেপাশে অনেকেই এভাবে দোকান উঠিয়েছে। আমারটা যদি সরকারি জায়গায় পরে প্রশাসন ভেঙ্গে দিতে বলে তাহলে ভেঙ্গে দিবো।
এ বষিয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মামুন খান বলেন, খবর পেয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। অভিযুক্তের কাগজপত্র যাচাই বাছাই করে দখলের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।