নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার ও নবাবগঞ্জের পদ্মা নদীতের প্রায় ৭/৮ টি কাটার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তলোন। খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় বালু মহালে উত্তলনের অনুমোদন থাকলেও অবৈধভাবে দোহারের পদ্মা নদী ও নবাবগঞ্জের কিছু সীমানায় উত্তলন হচ্ছে বালু।
স্থানীয়দের অভিযোগ এতে চরম ক্ষতিগ্রস্থ হবে নয়াবাড়ি ইউনিয়নের বেড়িবাধ। আতঙ্কে রয়েছে পদ্মাপারের হাজারো বাসিন্দা। স্থানীয়রা আরও জানান, হরিরামপুরের আজিমনগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো.আলী আকবর খান ও নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.মাসুদসহ আরও বেশ কয়েকজনের নেতৃত্বে চলছে এই বালু উত্তলন। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পদ্মাপারের মানুষ।
অভিযোগের বিষয়ে জানতে আজিমনগর আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের মোবাইলে একাধিক ফোন দিলে তিনি রিসিভ করেননি।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানান, পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ নেই। শীঘ্রই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।