নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে ১৯ জন জেলেকে কারাদন্ড ও অর্থদন্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান।
মঙ্গলবার উপজেলার নারিশা, মুকসুদপুর ও মৈনট ঘাট সংলগ্ন পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৫ (পনেরো) জন জেলেকে দণ্ডবিধি-১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ০৪ (চার) জনকে ১৮,০০০/- (আঠারো হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় ও জব্দকৃত আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশের সদস্যরা ।
উক্ত অভিযান আগামী ০৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।