কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে কদমতলী গোল চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে জনি টাওয়ার,গোলাম বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার কদমতলী গোল চত্বরে এসে শেষ হয়। এ সময় মিছিল কারীরা হামলাকারী ভূমিদস্যু চাঁদাবাজ সাজেদুল ও সেরাজুল গংদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে হামলার শিকার আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী বাহাড়ের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে হাজী বাহার তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ আমলে ভূমি দস্যু সাজেদুল গংরা আমাদের জায়গা সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরেও তারা ওই জায়গা সম্পত্তি ছেড়ে দেয়নি। গত ২৩ সেপ্টেম্বর সাজেদুল গংরা ওই জায়গা জমির মীমাংসা করবে বলে আমাকে দলিলপত্র নিয়ে তাদের দীন ফার্নিচারের দোকানে যেতে বলে। আমি তাদের কথা মত দলিলপত্র নিয়ে তাদের দোকানে প্রবেশ করা মাত্রই ভূমি দস্যু হাজী শামসুর নির্দেশে তার দুই ছেলে সাজেদুল ও সিরাজুলের নেতৃত্বে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে বেদম মারপিট করে এবং একপর্যায়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। এ সময় আমার আর্তচিৎকারে আশেপাশের মানুষজন এসে আমাকে উদ্ধার করে। এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহিদ মামুন, যুবদল নেতা সালাউদ্দিন আহম্মেদ ও রতন প্রমূখ।