মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড় ঘুরে এসে করম আলী মোড়ে গিয়ে মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনে শিক্ষার্থী ও জনতা হত্যাকারীদের দ্রæত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার পাশাপাশি দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে সকলকে কঠোর অবস্থানে থাকার আহবান জানানো হয় কর্মসূচি থেকে।