এবিষয়ে ইউনিয়ন বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি পণ্য আমরা কার্ডধারীদের না দিয়ে কেন অন্য কাউকে দেয়া হবে। তারা আরও বলেন, সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে পণ্য বিতরণ করবে ডিলার। কিন্তু অনিয়ম হলে এটি বৈষম্যের সার্মিল।
এবিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.নুরুজ্জামান বলেন, মূল ডিলার মশিউর রহমান মারা যাওয়ার পর তার আত্মীয় ছায়েদ মুন্সীর দায়িত্বে টিসিবির পণ্য বিতরণ হয়েছে। কয়েকজন কার্ডধারী একটু দেরি করার কারনে পণ্য পায়নি। আগামীতে এমন সমস্যা হবে না।
এব্যাপের ছায়েদ মুন্সী বলেন, কিছু মেম্বারদের কারনে এমন সমস্যা হয়েছে আগামীতে সকল কার্ডধারীরা পণ্য পাবে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮