নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে দেশ ও দলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপি’র সভাপতি মেছের খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জিএস সেন্টু ভূঁইয়া, জুলহাস উদ্দিন, ছাত্র দল, সেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠা বাষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া শত ষড়যন্ত্রের মধ্যেও এই বাংলাদেশে আছেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। যার কারনে তিনি তিন বার সফল প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সময় দেশে কোন দূর্নীতি হয়নি। এই আওয়ামী লীগ সরকার এসে তার বিরুদ্ধে পাতানো সব মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে জেলে পাঠান।
তিনি আরো বলেন, ছাত্র জনতার এই আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশ থেকে ভোট চোর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ৫ই আগষ্ট বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে।
তিনি আরো বলেন, সামনে আমাদের নির্বাচন। তাই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। যাতে তারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো আপনার মানুষের দুয়ারে দুয়ারে যান। আল্লাহ উপরে ভরসা রাখুন। বিএনপিতে অন্য কোন দলের লোক আসতে পারবে না। বিএনপিতে কোন দুস্কৃতির ঠাই নেই।