নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে। ইউনিয়নের ফুলতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়। নিহত তাসলিমা মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দুইটার দিকে ফুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পরেন তাসলিমা। এসময় স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলতলা পুলিশ ফাঁড়ির এসআই মো.জসিম উদ্দিন জানান, ঘটনার পর মোটরসাইকেল নিয়ে আরোহী পালিয়ে যায়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮